চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বড় খাদ্যপণ্যের বাজারে আগুন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৬ : পূর্বাহ্ণ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় খাদ্যপণ্যের বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার কালো ধোয়ায় ঢেকে যায় প্যারিসের আকাশ। তবে এই আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

প্যারিসে অবস্থিত রুঙ্গিস আন্তর্জাতিক বাজার নামে এই বাজারটি রাজধানী প্যারিসসহ এর আশেপাশের অঞ্চলে তাজা খাবার সরবরাহ করে।

দুর্ঘটনার এলাকা থেকে লোকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দমকলকর্মীরা। শতাধীক কর্মকর্তা ও ৩০টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

প্যারিস ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যাপ্টেন মার্ক লে মইন বলেছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পাইকারি এই বাজারটিতে ১২ হাজারের বেশি লোক কাজ করে। এখানে ফ্রান্স ও সারা বিশ্ব থেকে আসা তাজা ফল, শাকসবজি, সামুদ্রিক খাবার, মাংস, দুগ্ধজাত পণ্য পাওয়া যায়।

Print Friendly and PDF