চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি বাঁচাতে বন্ধ আইফেল টাওয়ারের সব আলো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৫ : অপরাহ্ণ

নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে গেছে আইফেল টাওয়ারের সব আলো। মূলত জ্বালানি সংকট মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার পরিবর্তে পৌনে ১২টায় বন্ধ হয়েছে আলোকসজ্জা। কর্তৃপক্ষের শঙ্কা, আসন্ন শীতে বিদ্যুৎ ঘাটতিতে পড়বে ফ্রান্স। চলমান রাশিয়া- ইউক্রেন যুদ্ধে, ইউক্রেনকে সমর্থন দিচ্ছে অধিকাংশ ইউরোপীয় দেশ। ফলে এসব দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এতে জ্বালানী সংকটে পড়েছে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ।

এ রকম পরিস্থিতিতে জ্বালানির সংকট মেটাতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তারই পরিপ্রেক্ষিতে নেভানো হলো আইফেল টাওয়ারের সকল আলোর ঝলকানি।

Print Friendly and PDF