চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২ লাখ ইভিএম কেনার প্রকল্প চূড়ান্ত অনুমোদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৩ : অপরাহ্ণ

২ লাখ ইভিএম কেনার প্রকল্প চূড়ান্ত অনুমোদন

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নতুন প্রকল্প অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থ ছাড়ের জন্য পাঠানো হচ্ছে পরিকল্পনা কমিশনে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমিশন বৈঠকে এ প্রকল্প অনুমোদন করে ইসি।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. কমিশনার আলমগীর এ তথ্য জানান।

বৈঠকে নতুন ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা।

ইসি বলেন, এখন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে।

Print Friendly and PDF