চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৬ : পূর্বাহ্ণ

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে যুক্তরাজ্যের হাউজ অব কমেন্স।

তার মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং আগামীতে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ। রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে সোমবার (১২ সেপ্টেম্বর)।

মঙ্গলবার মরদেহ নেয়া হবে লন্ডনের বাকিংহাম প্যালেসে। বৃহস্পতিবার থেকে পরের ৪ দিন ওয়েস্টমিনিস্টার হলে রাখা হবে কফিন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উইন্ডসর ক্যাসেলে। সেখানে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্বামী ফিলিপের পাশে শায়িত হবেন তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃতীয় চার্লসকে নতুন রাজা ঘোষণা করে অ্যাকসেশন কাউন্সিল। পরে নতুন রাজার ঘোষণা পাঠ করেন চার্লস।

Print Friendly and PDF