প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩১ : অপরাহ্ণ
মশা তার নিজের ওজনের তিনগুণ রক্ত শুষে নিতে পারে। কিন্তু জানেন, কেবলমাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, পুরুষ মশা নয়। একটি মশা সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটায়। মশা ওড়ার সময় এই ডানা ঝাপটানোর শব্দই শুনি আমরা। মশা ঘণ্টায় প্রায় দেড় মাইল বেগে উড়তে পারে
ডিম ফুটে বের হওয়ার এক সপ্তাহের মধ্যেই মশা মানুষকে কামড়ে রক্ত শুষে নেয়। মশা স্তন্যপায়ী প্রাণীকে কামড়ানোর পাশাপাশি পাখি ও সরীসৃপের শরীরেও হুল ফোটায়।