প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:১১ : অপরাহ্ণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরের পরে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, নিহতরা সবাই কৃষক। তারা ঘটনার সময় মাঠে কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে গেলেও বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। তাদের পরিচয় এখনও মেলেনি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।