প্রকাশ: ১২ এপ্রিল, ২০২২ ১০:৫৯ : পূর্বাহ্ণ
রমজানের কেনা-কাটার হিড়িক পড়েছে। এদিকে ঈদ ঘনিয়ে আসতেই দাম বেড়েছে স্বর্ণের। স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে।