প্রকাশ: ১০ এপ্রিল, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ
তাসকিন আহমেদের ইনজুরিতে দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন তিনি।
অনবদ্য পারফরম্যান্সের পর এক ইন্টারভিউ সেশনে উপস্থিত হন তাইজুল। ওই সময় তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, এ টেস্টে নেই সাকিব আল হাসান। কীভাবে তার শূন্যতা পূরণ করলেন আপনি?
জবাবে রেগে যান ৩০ বছর বয়সী স্পিনার। তিনি মনে করেন, ওই সময় সাকিব প্রসঙ্গ টানা সংশ্লিষ্ট সাংবাদিকের মোটেও উচিত হয়নি।
তাইজুল বলেন, ‘এ সম্পর্কে আপনি আর আমাকে কোনও প্রশ্ন করবেন না। এখন যেটা হয়েছে তা নিয়ে কথা বলুন।’
তিনি মন্তব্য করেন, ‘সাকিব ভাইয়ের নাম বেশি বিক্রয়যোগ্য। তাই গণমাধ্যমকর্মীরা যেকোনও ইস্যুতে তার নাম টেনে আনেন।’
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, বিদেশের মাটিতে ক্রিকেটের অভিজাত সংস্করণের ম্যাচে তিন পেসার ও এক স্পিনার খেলায় বাংলাদেশ। ফলে সাকিব স্কোয়াডে থাকলে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে যায় তাইজুলের। তবে এবার সুযোগ পেয়েই তা কাজে লাগালেন তিনি।
ক্যারিয়ারের শুরু থেকে ঘরের মাঠে টেস্টে স্পিনার হিসেবে টাইগারদের অন্যতম ‘প্রথম’ পছন্দ তাইজুল। এবার বিদেশের মাটিতেই দলের সেই আস্থা অর্জনে চেষ্টা করে যাচ্ছেন তিনি।