চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে পরিবার নিয়ে থাকতে ফুটবলারদের গুনতে হবে ৩ কোটি টাকা

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২২ ৪:২৯ : অপরাহ্ণ

বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে কাতার। যদিও ব্যয়ের হিসাবে যা একেবারেই নামমাত্র। আর ব্রিটিশ গণমাধ্যমের দাবি, টুর্নামেন্টের সময় একটি ভিলা ভাড়া করতে একজন ফুটবলারের খরচ ছাড়াতে পারে প্রায় তিন কোটি টাকা।

দৃষ্টিনন্দন ডিজাইন, আধুনিক সব সুযোগ সুবিধা। স্টেডিয়াম, হোটেল কিংবা যোগাযোগ ব্যবস্থা। বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে গত এক যুগে দু’হাত ভরে অর্থ খরচ করেছে কাতার। ২২০ বিলিয়ন ডলার খরচ করে ছাড়িয়ে গেছে আগের ২১ আসরকে।

অবাক হলেও সত্যি, আকাশচুম্বী খরচের বিপরীতে নাম মাত্র আয় হবে মধ্যপ্রাচ্যের দেশটির। গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ৬ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রটি। টাকায় প্রায় ৬০ হাজার কোটির বেশি। কাতার নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন দেশটির বিশ্বকাপ সিইও নাসের আল খাতের।

বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে কাতার। যদিও ব্যয়ের হিসাবে যা একেবারেই নামমাত্র। আর ব্রিটিশ গণমাধ্যমের দাবি, টুর্নামেন্টের সময় একটি ভিলা ভাড়া করতে একজন ফুটবলারের খরচ ছাড়াতে পারে প্রায় তিন কোটি টাকা।

দৃষ্টিনন্দন ডিজাইন, আধুনিক সব সুযোগ সুবিধা। স্টেডিয়াম, হোটেল কিংবা যোগাযোগ ব্যবস্থা। বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে গত এক যুগে দু’হাত ভরে অর্থ খরচ করেছে কাতার। ২২০ বিলিয়ন ডলার খরচ করে ছাড়িয়ে গেছে আগের ২১ আসরকে।

অবাক হলেও সত্যি, আকাশচুম্বী খরচের বিপরীতে নাম মাত্র আয় হবে মধ্যপ্রাচ্যের দেশটির। গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ৬ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করছে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রটি। টাকায় প্রায় ৬০ হাজার কোটির বেশি। কাতার নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন দেশটির বিশ্বকাপ সিইও নাসের আল খাতের।

আবাসন সঙ্কট ও আকাশচুম্বী ভাড়া বিতর্ক নিয়েও মুখ খুলেছেন বিশ্বকাপের এই প্রধান কর্তা। তার দাবি, এক রাতের জন্য দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন ৮০ ডলার। সর্বোচ্চ প্রায় সাড়ে ৫ হাজার ডলার। টাকায় প্রায় ৫ লাখেরও বেশি।

যদিও ইংলিশ গনমাধ্যমের দাবি, টুর্নামেন্টে খরচের চাপ পড়বে মূলত ফুটবলারদের উপর। নির্ধারিত পৌণে দুই লাখ হোটেল রুম ও অ্যাপার্টমেন্ট স্বভাবতই থাকবে ফ্যানদের দখলে। তাই বিশ্বকাপের সময় পরিবারের জন্য একটি ভিলা ভাড়া করতেই একজন ফুটবলারের খরচ করতে হবে প্রায় তিন কোটি টাকা।

এদিকে, বিশ্বকাপের সময় হায়া কার্ডধারী ফুটবল ফ্যানদের জন্য ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর দশ দিন আগে থেকে বিশেষ ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন আগ্রহীরা। সেজন্য থাকতে হবে মেডিকেল ইনস্যুরেন্স। সর্বোচ্চ ৬০ দিন সৌদিতে অবস্থান করতে পারবেন ফুটবল সমর্থকরা।

এদিকে, বুধবার দ্বিতীয় ধাপে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। শেষ ধাপে এবারের আসরে অংশ নেয়া ৩২ দেশ ঘুরবে সোনালী ট্রফি। দক্ষিণ কোরিয়ার সিউল দিয়ে শুরু হয়ে যা শেষ হবে কাতারে গিয়ে।

Print Friendly and PDF