চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ক্রেনটি চালাচ্ছিল হেলপার

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২২ ১২:৩৩ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে বক্স গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিল চালকের সহকারী (হেলপার) মো. রাকিব।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। এ সময় ক্রেনটি চালানো জন্যে দূরে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন মূল অপারেটর বা ক্রেনচালক আল আমিন।

র‍্যাব আরও জানায়, ফিটনেস ছিল না ক্রেনটির।

এছাড়াও ড্রাইভারের ভারী যানবাহন চালানোর লাইসেন্সও ছিলো না বলেও জানা যায়।

এর আগে বুধবার (১৭ আগস্ট) এ ঘটনায় ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে ক্রেনের চালকসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

উত্তরার জসীমউদ্‌দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে ফ্লাইওভারের গার্ডার চাপা পড়ে একটি প্রাইভেটকার। ক্রেনে তোলার সময় ভায়াডাক্টের অংশটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই শিশুসহ পাঁচজন। এতে আহত হন আরও দুজন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ক্রেনের চালক, সহকারীসহ সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। ক্রেনের চালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সোমবার রাতেই মামলা হয়।

Print Friendly and PDF