প্রকাশ: ১৭ আগস্ট, ২০২২ ১১:১১ : পূর্বাহ্ণ
তেলের ট্যাংকারে যাত্রীবাহী বাসের ধাক্কার পর আগুন ধরে যায়। এতে ছটফট করতে করতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান ২০ জন। আহত হয়েছেন আরও ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার দিবাগত রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানের মুলতান-সুক্কুর মোটরওয়েতে। মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের পর আগুন ধরে গেলে ঘটনাস্থলেই ২০ জন মারা যান। পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যদিও লাহোরে রেসকিউ ১১২২ এর প্রাদেশিক মনিটরিং সেন্টারের একটি বিবৃতি বলেছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে। ওই ঘটনার ছবিতে দেখা যায়, ট্যাংকার ও বাস পুড়ে অঙ্গার হয়ে গেছে।