চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গির্জায় আগুন : আতঙ্ক-হুড়োহুড়িতে ৪১ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২ ১১:২০ : পূর্বাহ্ণ

মিশরের কায়রোর গিজা শহরের এক গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে ৪১ জনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মিশরের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে- রোববার ইমবাবা এলাকার আবু সিফিন কপটিক গির্জায় ‘বেশ কিছু’ লোক নিহত হয়েছেন।

একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচ হাজারেরও বেশি মানুষ উপাসনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। হঠাৎ সেখানে বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, আগুন নেভাতে ঘটনাস্থলে ১৫টি দমকলের গাড়ি পাঠানো হয়। চিৎকার-চেঁচামেচি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা। সাইরেন বাজিয়ে ছুটে আসা অ্যাম্বুলেন্সগুলো হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

মিশরের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসকে ফোনকলে সমবেদনা জানিয়েছেন।

ফেসবুক পেজে এক বিবৃতিতে রাষ্ট্রপতি লিখেছেন, ‘এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে তৈরি রাখা হয়েছে।’ এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কপ্টরা হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। মিশরের ১০৩ মিলিয়ন মানুষের মধ্যে এদের সংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটি।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গেল বছরের মার্চ মাসে, কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জন মারা গিয়েছিলেন।

Print Friendly and PDF