প্রকাশ: ১০ আগস্ট, ২০২২ ৬:৫৬ : অপরাহ্ণ
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ (এনডিসি) বলেছেন, প্রায় সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে। বুধবার বিকেলে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে। কয়েক দিন আগে দেশে সব ধরনের জ্বালানির দাম বাড়ায় সরকার।