চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

প্রকাশ: ৩ আগস্ট, ২০২২ ৬:০৩ : অপরাহ্ণ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে এ তেল কেনা হবে। এজন্য ৪৪৮ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এসব তথ্য জানান। তিনি বলেন, অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয়-কমিটির অনুমোদনের জন্য ৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল।

তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে জিওবি (সরকারি অর্থ) থেকে ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা। আর দেশীয় ব্যাংকগুলো থেকে ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা ঋণ নেয়া হবে।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবিকে মোট ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে কেনা প্রতি লিটার তেলের দাম পড়বে ১.৪৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৬ টাকা।

Print Friendly and PDF