প্রকাশ: ৩১ জুলাই, ২০২২ ২:৪১ : অপরাহ্ণ
চট্টগ্রামের ইপিজেড লেবার কলোনিতে ছুরিকাঘাতে খুন হয়েছেন আবদুর রহিম (৩৫) নামে এক যুবক।
শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের অনুসারীদের দাবি, দিন কয়েক আগে অখ্যাত একটি মানবাধিকার সংগঠনের সংগঠক হিসাবে যোগ দেন রহিম। এরপর এলাকায় মাদক নির্মূলের ঘোষণা দিলে স্থানীয় মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকে একাধিকবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জেরে রাতে রহিমের ওপর হামলা হয়। এক সন্তানের জনক রহিম এলাকায় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
ইপিজেড থানার পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে তাদের টিম। দ্রুত ধরা পড়বে হত্যাকারীরা।