চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গণপরিবহনের ভাড়া বাড়বে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি: কাদের

প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ৬:৪৫ : অপরাহ্ণ

বর্তমানে যে সংকটগুলো হচ্ছে সেটা আসলে বৈশ্বিক সংকট। এ সংকট আরও বাড়বে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। এছাড়া গণপরিবহনের ভাড়া বাড়বে কিনা তার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বিএনপির বিষয়েও কথা বলেন। বিএনপিকে চা খাওয়ার দাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিটিকাল হিউমার বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি চা খেতে আসে তাহলে তাদেরকে চা খাওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির সাথে আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার।

তবে নির্বাচন কমিশনের সংলাপে যাওয়াকে বিএনপির রাজনৈতিক অধিকার বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন মন্ত্রী। সেটা না যাওয়া তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করতে মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF