প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫ ১০:৩৬ : পূর্বাহ্ণ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও সাবেক এমপি এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীলা। সন্ধ্যা ৭টায় যুবনেতা আব্দুল্লাহ আল ফারুক রুবেলের নেতৃত্বে ফরিদপুর পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের আলিপুর কবরস্থানের সামনে থেকে এ মশাল মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড় হয়ে লাভলু মিয়া সড়কে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, শহর বিএনপির সাবেক সভাপতি শেখ ওসমান রাজা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস, সম্পাদক রফিকুল ইসলাম লিংকন, সৈয়দ মুইন, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রতনসহ
ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
মশাল মিছিল থেকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য এ কে আজাদের গ্রেপ্তারসহ নানা স্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে কোনো মামলার প্রয়োজন হয় না। অবিলম্বে একে আজাদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার দাবি জানান তারা।
এ সময় তারা আরও বলেন, শান্ত ফরিদপুর অশান্ত হয়ে উঠলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।