চট্টগ্রাম, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫ ১০:৩৯ : পূর্বাহ্ণ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় হিসেবে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি আজ বুধবার (২২ অক্টোবর) এর মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তিনি বলেন, ‘বর্তমানে মৌসুমি বায়ু (মনসুন) সমাপ্ত হয়ে যাওয়ায় সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করছে।’

তিনি আরও জানান, নিম্নচাপ তৈরি হলে এটি কোন দিকে অগ্রসর হবে বা কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে আজকের মধ্যেই একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই জায়গায় অবস্থান করছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।

Print Friendly and PDF