প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ১:১৬ : অপরাহ্ণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী জামায়াতে ইসলামী আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শীলকূপ হাজ্বী সোলতান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকটি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ সঞ্চালনা করেন এবং উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম বলেন, ‘নির্বাচন পূর্ব গুম, খুন ও হত্যাকারীদের দ্রুত এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার এই অন্ধকার অধ্যায় বন্ধ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাও ব্যর্থ হবে।’
প্রধান বক্তা জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) হলো নির্বাচনী ব্যবস্থার একটি পদ্ধতি, যেখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে। পিআর পদ্ধতি চালু হলে দুর্নীতি, কালো টাকা ও মনোনয়ন বাণিজ্য কমবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নুরুল আবছার, অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।