চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব রাজনৈতিক দল

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫ ১০:০৭ : পূর্বাহ্ণ

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও কয়েকটি উল্লেখযোগ্য দল এতে অংশ নেয়নি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এছাড়া বাম ধারার চারটি দল— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ এ দলের কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।

Print Friendly and PDF