প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ২:৫৫ : অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের জনপ্রিয় প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির সঙ্গে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নেতৃবৃন্দের এক রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এই সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা নিয়ে গঠনমূলক ও আন্তরিক আলোচনা হয়। উভয় পক্ষই দেশপ্রেম, ন্যায়নীতি ও জনকল্যাণে কাজ করার জন্য পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
আপ বাংলাদেশ মনে করে, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয় ও সহযোগিতা সময়ের দাবি।
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি:হুজাতুল্লাহ আবির, আহ্বায়ক,মশিউর রহমান চৌধুরী মাহি, সদস্য সচিব
যুগ্ম আহ্বায়ক:মুহাম্মদ আবুল আহাদ আশরাফুল,আবু মনসুর মোহাম্মদ তারিক আসিফ,মো. ইয়াছির আরাফাত,আরাফাতে ইলাহী
যুগ্ম সদস্য সচিব:আব্দুল্লাহ আল মামুন,কোহিনূর আক্তার (সীমা),আল নাফিজ রহমান,মঞ্জুরে এলাহী কাশ্মীর
সদস্য:মোঃ মারুফ হোসেন
এছাড়াও চান্দগাঁও থানার আপ বাংলাদেশের সদস্যবৃন্দ এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।
আপ বাংলাদেশ আগামী দিনে ন্যায়নীতি, ইনসাফ ও জনগণের নেতৃত্বভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতৃবৃন্দ।