চট্টগ্রাম, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চান জামায়াত আমির

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ১১:৫৬ : পূর্বাহ্ণ

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, বরং জনগণের সেবক হতে চান বলে জানালেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেয়া হবে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ভুলে, জনগণের পকেট কেটেছে।

জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন দাবি করে জামায়াত আমির বলেন, সেবা করার সুযোগ পেলে কোনো নাগরিকের হক নষ্ট দেবে না তার দল।

Print Friendly and PDF