প্রকাশ: ৪ এপ্রিল, ২০২২ ৩:৫৯ : অপরাহ্ণ
মহাসড়কে ইজিবাইকের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।
তবে অলিগলিতে ইজি বাইক চলতে বাধা নেই বলে জানান আপিল বিভাগ।
এর আগে গত ১৫ ডিসেম্বর সব সড়ক মহাসড়কে ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। সে রায়ই আজ সংশোধন করলেন আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগকে এ মামলার রুল দ্রুত শুনানিরও নির্দেশ দেন। গত ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেডের’ সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।
রিট আবেদনে বলা হয়, ইজি বাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজি বাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজি বাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনও রাজস্ব পাচ্ছে না।
রিটে শিল্প মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।