চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বাড়ল এলপিজির দাম

প্রকাশ: ৩ জুলাই, ২০২২ ৬:০১ : অপরাহ্ণ

ফের গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১২৪২ থেকে বাড়িয়ে ১২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দর ১২ টাকা বেড়েছে। রোববার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এসময় বিইআরসির সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭.৯১ থেকে বাড়িয়ে ৫৮.৪৬ টাকা ধার্য করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দরে কোনো রদবদল ঘটেনি। ফলে আগের ৫৯১ টাকাতেই তা পাওয়া যাবে।

সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে বিইআরসি। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ দর ঘোষণা করা হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এলপিজির দাম ৬২ টাকা বাড়ানো হয়। এরপর মার্চে তা বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়। পরে এপ্রিলে আরও ৪৮ বাড়িয়ে ১ ৪৩৯ টাকা ধার্য করা হয়।

তবে মে মাসে ১০৪ কমিয়ে ১৩৩৫ টাকা করা হয়। গত ২ জুন আরও কমিয়ে ১২৪২ টাকা করা হয়।

Print Friendly and PDF