চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

প্রকাশ: ২ জুলাই, ২০২২ ১১:৫৪ : পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এই হামলার লক্ষ্য কারা ছিলো সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। ৪০ একরের ছোট পাথুরে দ্বীপ স্নেক আইল্যান্ডের নিয়ন্ত্রণ এরআগেও মুখোমুখি লড়াই হয় রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। খবর আল-জাজিরার।

কিয়েভ জানায়, কৃষ্ণসাগরের বহুল আলোচিত স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমার হামলা করেছে রুশ বিমান বাহিনী। এস ইউ-থার্টি যুদ্ধবিমান থেকে এই বোমা হামলা চালানো হয়। দুই দফায় এই হামলা হয়। দ্বীপটি থেকে রুশ সেনা প্রত্যাহারের একদিন পরই এই হামলা করা হলো। অভিযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্তও তুলে ধরে ইউক্রেনীয় সেনাবাহিনী।

গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু পর থেকে ইউক্রেন বহুবার ফসফরাস বোমা ব্যবহার করার অভিযোগ তুলে আসছে। কিন্তু বরাবরই এ অভিযোগ নাকচ করেছে রাশিয়া।

Print Friendly and PDF