প্রকাশ: ২৮ জুন, ২০২২ ৩:২৫ : অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে ভ্যাকসিন তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার। এজন্য গোপালগঞ্জে জমিও কেনা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডারস এর উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলে এ সময় উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, দেশে ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতাভুক্ত। শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সীদেরও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। গবেষণায় পিছিয়ে আছে স্বাস্থ্যখাত, সেই দুর্বলতা কাটাতে চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।