প্রকাশ: ২৩ জুন, ২০২২ ৩:২৬ : অপরাহ্ণ
দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
গণভবন থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীতে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সব মিথ্যা অপবাদ দূরে ঠেলে পদ্মা সেতু আজ বাস্তব। ২৫ জুন এর উদ্বোধন হবে। এসময় বিএনপির নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনকে বাণিজ্যে পরিনত করেছে বিএনপি। নেতৃত্বশূন্য কোনো দল মানুষের কল্যাণে কাজ করতে পারে না। এসময় বন্যাকবলিত মানুষের পাশে সরকারের সবগুলো বাহিনী আছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সেবক, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।
এর আগে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানিয়েছেন, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয়। বিএনপি ও তাদের দোসরদের মোকাবেলা করাই চ্যালেঞ্জ। এর আগে ভোরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়, দিনের কর্মসূচি।