চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেটকারে ছাগল চুরি, গণধোলাইয়ের ভয়ে গাড়ি রেখেই পালাল চোর

প্রকাশ: ২৩ জুন, ২০২২ ১২:৩৬ : অপরাহ্ণ

প্রাইভেটকারে ছাগল চুরি, গণধোলাইয়ের ভয়ে গাড়ি রেখেই পালাল চোর

হঠাৎ প্রাইভেটকার থামিয়ে ছাগল চুরি করে পালাতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে গাড়ি চালক ও সংশ্লিষ্টরা। পরে জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে গাড়ি ও ছাগল রেখেই পালিয়েছে তারা।

বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় একটি (প্রাইভেটকার) গাড়ি রাস্তায় ব্রেক করে কয়েকটি ছাগল চুরি করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ এসে প্রাইভেটকার ও ৫ টি ছাগল উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় রফিক মিয়া জানান, ছাগল গাড়িতে তুলে পালানোর সময় গাড়িটি থামানোর জন্য একটি হোন্ডা মোটরসাইকেল গতিরোধের চেষ্টা করলে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা আরও একটি ছাগলকে পিষ্ট করে গাড়িটি। ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।

রংপুর কোতোয়ালি থানার  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া ৫টি ছাগল ও গাড়ি থানায় রয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Print Friendly and PDF