চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মাসেতুর উদ্বোধনে বিএনপি মহাসচিবসহ ৭ নেতাকে আমন্ত্রণ

প্রকাশ: ২২ জুন, ২০২২ ৩:৫৯ : অপরাহ্ণ

পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সেতু বিভাগ। বুধবার (২২ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা আমন্ত্রণ পত্র পৌঁছে দেন।

তবে, এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, তার দল আমন্ত্রণ পত্র গ্রহণ করেনি। জানা গেছে, বিএনপির সাতজনকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণকৃতরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সেতুতে দুর্নীতি ও বন্যা মোকাবেলায় ব্যর্থতা ঢাকতে চায় সরকার। পদ্মাসেতু নির্মাণে ১টাকা খরচের জায়গায় আড়াই টাকা খরচ করেছে। আওয়ামী লীগ নেতাদের পকেটে পদ্মাসেতুর দুর্নীতির টাকা গেছে গেছে বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা। আরও বলেন, জনগণের কাঁধের উপর ঋণের বোঝা চাপিয়ে উল্লাস করছে সরকার।

Print Friendly and PDF