প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৮ : পূর্বাহ্ণ
বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনে এক নতুন নাম আইউব উদ্দিন শিহাব। চট্টগ্রামের এই তরুণ নির্মাতা ২০১৯ সাল থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’, যা মুক্তি পাবে রোজার ঈদের পর।
ফিল্মটি প্রযোজনা করছে CPR, আর এটি পরিবেশনা করবে Fountain Films। শিহাবের এই নতুন চলচ্চিত্রটি মূলত চট্টগ্রাম কেন্দ্রিক, যেখানে চট্টগ্রাম শিল্পকলার প্রতিভাবান অভিনয়শিল্পীদের নিয়েই গড়ে উঠেছে অভিনয়শিল্পী দল। তরুণ ও নতুন মুখদের নিয়েই নির্মিত হচ্ছে এই রাজনৈতিক গল্পনির্ভর সিনেমাটি।
‘লবিং’ সিনেমার প্রধান স্পন্সর হিসেবে থাকছে CPR, এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হচ্ছে।
নির্মাতা আইউব উদ্দিন শিহাব জানান, “‘লবিং’ শুধুমাত্র একটি রাজনৈতিক গল্প নয়, বরং এটি ক্ষমতা, প্রভাব এবং মানবিক সম্পর্কের একটি গভীর বিশ্লেষণ। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি আমাদের সমাজের বাস্তবতাকে তুলে ধরতে চাই।”
এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রোজার ঈদের পরই মুক্তির অপেক্ষায় থাকা এই ওয়েব ফিল্মটি নতুন কিছু দেখাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।