চট্টগ্রাম, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক আড়ম্বড়তার সাথে কাজেম আলী স্কুল এন্ড কলেজে বার্ণী অর্চনা অনুষ্ঠিত

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৯ : অপরাহ্ণ

 

সনতনীয় মত অনুসারে সরস্বতিকে বিদ্যার দেবী বলা হয়। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাণী অর্চনা অনুষ্ঠান ভাব গাম্ভীরর্যতা ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। তারই ধারাবাহিকতায় ৩ ফেবুয়ারী ২০২৫ বন্দর নগরীর চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কাজেম আলী স্কুল এন্ড কলেজে ব্যাপক আড়ম্বরতার সাথে, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বার্ণী অর্চনা।
প্রতিষ্ঠানটির

 

১০ শ্রেণীর শিক্ষার্থী সায়ন্ত ভট্টাচার্য বলেন,, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তাই প্রতিটি সনতনীয় শিক্ষার্থীর কাছে সরস্বতী পূর্জা অন্তন ভক্তিপূর্ণ। বাণী অর্চনা উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গাণে সকল ধর্মবর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আনন্দ উদযাপন করছে খুব ভালো লাগেছে। বিগত বছরের চেয়ে এবার পূর্জার আনন্দময় হয়েছে।

 

 

বাণী অর্চনা উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র শিক্ষক প্রদীপ দাস বলেন, প্রতিষ্ঠানে সপ্তম বারের মতন বাণী অর্চনা অনুষ্ঠিত হচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এ বছরে প্রাতিষ্ঠানিকভাবে অরো উৎসাহ ও সহযোগিতার মধ্য দিয়ে বার্ণী অচর্না অনুষ্ঠিত হচ্ছে। এবছর আমাদের উৎসবের ও আনন্দের মাত্রা বৃদ্ধি পেয়েছে এই ধারাবাহিকতা আগামীতে বজায় রাখার চেষ্টা করবো।

 

 

এই উপলক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন চৌধুরী বলেন, আমরা সবাইকে একে অপরকে সহ্য করি, সহানুভূতিশীল হই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নুরুল আবছার মজুমদার বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র তৈরি করতে হবে, তাহলে বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র হবে।

 

উল্লেখ্য যে অনুষ্ঠান সূচীতে ছিল: প্রতিমা আনায়ন, প্রতিমা বরণ, ঘট স্থাপন, শুভ অধিবাস, মাতৃ পূজা, প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতৃ বন্দনা, মায়ের প্রতিমা নিরঞ্জন।

 

 

Print Friendly and PDF