প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১৬ : অপরাহ্ণ
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিগত সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। তাই প্রতি বর্ষায় জলাবদ্ধতার কারণে বন্দর নগরীবাসীকে নাকাল হতে হয়।
শুক্রবার (৩১শে জানুয়ারি) সকালে নগরীর বাকলিয়া বারইপাড়া খাল ও ষোলশহরের সুন্নিয়া খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, প্রকল্পের নামে জায়গা দখল করে খালগুলোর পানিপ্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা কমিয়ে আনতে খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক করা প্রধান চ্যালেঞ্জ বলেও জানান শিল্প উপদেষ্টা। এছাড়া সংস্থারগুলো সমন্বয়হীনতার কারণে বিগত সময়ে জলাবদ্ধতা নিরসণে কোন কাজ হয়নি বলে জানান আদিলুর রহমান।