চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ায় দুদকের হাতে আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৫ ১০:৫৪ : পূর্বাহ্ণ

জাহিদ হাসান মিলু,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঘুষ নেওয়ায় দুদকের হাতে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ আটক হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁও পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানার পেছনের এলাকা থেকে ফাঁদ মামলা পরিচালনা করে তাকে আটক করে দুদক ৷

বিষয়টি সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক নিশ্চিত করেন।

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা জানান, মিরানা মাহজাবিন সরকার নামে এক সৌদি প্রবাসী তার পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দীর্ঘ দিন ধরে ঘুরতে থাকেন। এক পর্যায়ে পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য তার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। এবিষয়ে দুদকে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে অনুমতিক্রমে ফাঁদ মামলা পরিচালনা করে প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম ফারুককে আটক করে।

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফাঁদ মামলা পরিচালনা জন্য আমরা হেড অফিস থেকে অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করি। প্রথমে আমরা ২০ হাজার টাকা আমার ইনভেন্টরি করি। আর ভুক্তভোগী কাছ থেকে সেই টাকা গুলো গ্রহণ করেন ফারুক। তাকে হাতেনাতে আটকের সময় ইনভেন্টরি করা টাকা গুলো তার কাছে পাওয়া যায়। এতে প্রমাণ হয় যে, তিনি ঘুষ গ্রহণ করেছেন।

স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ও তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Print Friendly and PDF