প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৫ ২:২৯ : অপরাহ্ণ
এ বছরের মাঝামাঝি নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা উচিত হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে এসব বলেন, বিএনপি মহাসচিব।
গুলশান দলের চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার এ সংবাদ সম্মেলন।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, নির্বাচন নিয়ে এখন আর বিলম্ব করার কোন প্রয়োজন নেই। নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল প্রস্তুত বলেও জানান তিনি।
জামায়াতের সাথে নির্বাচনের সময় নিয়ে বিএনপির কোন মতপার্থক্য নেই জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের নিজস্ব স্বকীয়তা আছে। তারা তাদের মতো করে কথা বলছে।
স্বৈরাচার সরকারের আমলে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, চব্বিশের গণহত্যার বিচার তারা সুষ্ঠু ভাবেই করতে চায়।
দেশের এই সংকট কালে বিভেদ তৈরি না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।