চট্টগ্রাম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার লক্ষ্যে একমত মতবিনিময় সভা

প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৫ ৯:৪৬ : অপরাহ্ণ

 

৮ জানুয়ারি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার লক্ষ্যে একমত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় নগরীর চৌমুহনী মোরে ওয়ালি মেনশন এ খেলো বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী আদর্শের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সভায় সৌদি প্রবাসী পূর্বাঞ্চল আলহাসা প্রদেশের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাসা প্রদেশ বিএনপির কারানির্যাতিত সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাইফুল ইসলাম, মোঃ মহসিন, হাসানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় আলোচনায় উঠে আসে, দক্ষিণ জেলায় একটি শক্তিশালী এবং সুন্দর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা ও কৌশল। অংশগ্রহণকারীরা পরিষদ গঠন ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

উল্লেখযোগ্য যে, এই ধরনের ক্রীড়া পরিষদ গঠন দক্ষিণ জেলায় যুবসমাজের শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদী।

 

Print Friendly and PDF