চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন স্থগিত, কাল থেকে কাজে যোগ দেবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪ ৪:২৬ : অপরাহ্ণ

 

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার কথা জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

 

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের মুখপাত্র ডা. জাবির জানান, জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকার প্রস্তাব মেনে নিয়েছেন তারা। যদি জুলাইয়ের ৩৫ হাজার বেতন মানা না হয় তখন আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

ট্রেইনি চিকিৎসকদের অভিযোগ, আন্দোলকারীদের দোসর ট্যাগ দেয়া হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান ও প্রত্যাহারের দাবিও জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের সংগঠনটি।

 

Print Friendly and PDF