চট্টগ্রাম, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চারজনের মৃত্যু

প্রকাশ: ১৮ জুন, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

চারজন মারা যাওয়ার বিষয়টি চ্যানেল 24 অনলাইনে নিশ্চিত করেছেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ। তিনি বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। তারা ভাইবোন। তাদের বাবা ফজল হক (৭০) ও মা মোশারা বেগম (৬৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এরপর রাত ৩টার দিকে আকবর শাহ থানার ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দু’জনের মরদেহ উদ্ধার করে।

Print Friendly and PDF