চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই নম্বর গেটে আগুন, পুড়ল ভাতের হোটেলসহ তিন দোকান

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ১০:০৮ : পূর্বাহ্ণ

 

ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরের দুই নম্বর গেট এলাকায় একটি ভাতের হোটেল ও তিনটা স্ক্র্যাপের দোকান পুড়ে গেছে। গত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও আগ্রাবাদ ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, কর্ণফুলী কমপ্লেক্সের পাশে ‘ভাণ্ডারি হোটেল’ নামে ভাতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হোটেলটি–সহ স্ক্র্যাপের তিনটি দোকান পুড়ে যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের অপারেটর আজাদীকে জানান, ফায়ার সার্ভিস রাত ১০টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায়। এরপর বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Print Friendly and PDF