চট্টগ্রাম, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ , ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গভবনের সামনে চার স্তরের নিরাপত্তা

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৪ ২:৫৮ : অপরাহ্ণ

 

 

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী, বিজিবি, র্যাব পুলিশসহ চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে বঙ্গভবনের আশপাশের এলাকায়।

 

আজ জুম্মার নামাজের পর বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিক্ষোভ হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে, গত মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ হয়। সেখানে এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়।

একই দাবিতে শাহবাগ ও বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন।

 

Print Friendly and PDF