প্রকাশ: ১৪ জুন, ২০২২ ১১:৫১ : পূর্বাহ্ণ
আগামীকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।
তবে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও দুই স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারের মধ্যে। ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত ৬-৭ জন পুলিশ সদস্য, ২০ জন পুরুষ ও মহিলা আনসার সদস্য, কেন্দ্রের বাইরে পুলিশের একটি মোবাইল টিম ও প্রতিটি কেন্দ্রের জন্য বাহিরে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে মোবাইল টিম। একইদিনে ১১টি জেলায় ১শ’ ৩৪টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় ভোটগ্রহণ হবে।