চট্টগ্রাম, রোববার, ৬ অক্টোবর ২০২৪ , ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৪ ১০:২০ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং এক ক্রু নিখোঁজ আছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৬ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে তারা নৌবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৪৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

 

 

এর আগে রাত পৌনে ১টার দিকে ওই জাহাজে আগুন লাগে। জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার।

পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী এবং কোস্ট গার্ড যৌথভাবে কাজ করে।  প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

এর আগে ৩০ সেপ্টেম্বর বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বাংলার জ্যোতি নামক ট্যাংকার থেকে তেল খালাসের সময় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

 

Print Friendly and PDF