চট্টগ্রাম, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনার ভাঙনে নিঃস্ব অনেক পরিবার

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৮ : পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙন বেড়েছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি ও যমুনা অয়েল কোম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা। এছাড়া মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের পথও। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

 

 

শনিবার মধ্যরাতে হঠাৎ করেই কিশোরগঞ্জের ভৈরবের ডিপু ঘাট এলাকায় মেঘনা নদীতে ভাঙন দেখা দেয়। একের পর এক নদীগর্ভে বিলীন হতে থাকে বসত ঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। কিছু বুঝে ওঠার আগেই ভাঙন শুরু হওয়ায় ঘরের জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি অনেকে। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

 

 

কেবল ঘর বাড়ি নয়, মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেছে যমুনা অয়েল কোম্পানির একাংশ। স্থানীয়রা বলছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের শিকার হয়েছেন তারা।

ভাঙন অব্যাহত থাকলে দু’টি রেল সেতু, পদ্মা অয়েলসহ কয়েকটি কোম্পানির গোডাউন নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার কথা জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ান আহমেদ রাফি। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

 

Print Friendly and PDF