চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পানিতে ডুবলো সিম্বল অব রাঙ্গামাটি

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৪ ২:৫৯ : অপরাহ্ণ

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে ‘সিম্বল অব রাঙামাটি’খ্যাত ঝুলন্ত সেতু। শুক্রবার (২৩ আগস্ট) হ্রদে পানি বৃদ্ধির কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে পানি বেড়ে সেতু ডুবে যায়। প্রায় ৬ ইঞ্চি পানির নিচে সেতুর পাটাতন। সেতু ডুবে যাওয়ায় উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটন সেতুতে প্রবেশ টিকিট বিক্রিও।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৬ দশমিক ০৬ এমএসএল (মিনস সি লেভেল)।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা পানি বেড়ে যাওয়ায় সেতু ডুবে গেছে। দর্শনার্থীদের জন্য চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ চলছে। দ্রুত পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতুটি খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, ১৯৮৩ সালে রাঙামাটি জেলা শহরের তবলছড়ি এলাকায় দুই দ্বীপের মধ্যে সেতু নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। যা ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত হিসেবে দেশে-বিদেশে সমাদৃত।

 

Print Friendly and PDF