চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৪ ১০:৩৬ : পূর্বাহ্ণ

 

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ তার সাথে উপস্থিত ছিলেন।

আজ সোমবার (১২ আগষ্ট)  প্রথমে সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সময় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭ টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।

 

পরে সেখান থেকে সকাল ৮ টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান প্রধান বিচারপতি এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একইসাথে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

এদিকে, নতুন প্রধান বিচারপতির নির্দেশে সাতদিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। ৮ বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচারকাজ।

 

Print Friendly and PDF