চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৪ ১০:১৮ : পূর্বাহ্ণ

 

পুলিশের পোশাক ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান, সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা, সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে তাদের। এ জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তারা। আর সবাই শিগগিরই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন বলেও জানান তারা।

 

 

পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে। জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে।

এদিকে এদিন বৈঠকে পুলিশর ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। অন্য দাবিগুলো দীর্ঘ মেয়াদে পূরণ করা হবে।

 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ওপর এখন থেকে কোনো ধরনের হামলা চালানো যাবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেটি জানাতে হবে।

এদিন পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করার আগে শিক্ষার্থীদের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যরা যেসব দাবি-দাওয়া জানিয়েছেন, সেসব যৌক্তিক। এ জন্য প্রতিশ্রুতি দিয়েছি, স্বল্প ও দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো আমরা পূরণ করব। আর কিছু দাবি এখনই মেনে নেয়া হবে।

 

Print Friendly and PDF