চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১১ জুন, ২০২২ ২:৫৫ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিদেশে যাওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনও হয়নি। খালেদা জিয়ার ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিবে। তারা যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে চান তাহলে আদালতের মাধ্যমে তা করতে হবে।

শনিবার (১১ জুন) খালেদা জিয়ার চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে বলে ধারণা করছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া সিসিইউতে আছেন।

Print Friendly and PDF