চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাবে ডিএনসিসি

প্রকাশ: ২৭ জুন, ২০২৪ ১১:৩০ : পূর্বাহ্ণ

 

ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো লিমিটেডে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৬ জুন) এই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ ফোর্স চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দেয় ডিএনসিসি। সেই চিঠির মাধ্যমে অভিযানের বিষয়টি জানা যায়।

 

 

চিঠিতে বলা হয়, সাদেক অ্যাগ্রো মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে। ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫–এর অন্তর্ভুক্ত এসব অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় প্রতিষ্ঠানটির অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় এই অভিযান চালানো হবে। এ সময় তিন প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

 

সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন। তিনি গবাদিপশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি।

 

Print Friendly and PDF