চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ৫দিন ছুটির পর আজ খুলছে বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

প্রকাশ: ১৯ জুন, ২০২৪ ১১:৫৯ : পূর্বাহ্ণ

টানা পাঁচদিন ছুটির পর আজ খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

বুধবার (১৯ জুন) ভোর থেকেই, সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল, ভোলা, চরফ্যাশন, ভান্ডারিয়া, লালমোহন’সহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ। বেলা বাড়ার সাথে সাথে টার্মিনালে বাড়তে থাকে ঢাকায় ফেরা মানুষের ভিড়।

ফিরতি ঈদযাত্রা শুরু হলেও, ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাড়তি চাপ না থাকায় যাত্রীরা ফিরছেন নিরাপদে এবং স্বস্তিতে। পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। বলছেন, ঈদযাত্রা ছিলো নির্বিঘ্ন।

এদিকে, ঈদের দ্বিতীয় দিনও বাড়ি ফিরেছেন অনেকে। ভিড় আর ভোগান্তি এড়াতেই, ঈদের পর ঢাকা ছেড়েছেন তারা।

Print Friendly and PDF