চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে তিস্তায় তীব্র ভাঙন, আতঙ্ক

প্রকাশ: ১৩ জুন, ২০২৪ ১২:০৫ : অপরাহ্ণ

 

লালমনিরহাটে তিস্তা নদীতে বর্ষা মৌসুমের আগেই শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটাসহ অনেক স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

সম্প্রতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফুলে ফেঁপে উঠে তিস্তা নদীর পানি। তবে পানি কমে আসার পর শুরু হয়েছে নদী ভাঙন। লালমনিরহাটের মহিষখোচা, গরীবুল্লাহপাড়াসহ পাঁচটি এলাকায় বিলীন হয়েছে ৩০০ বিঘা ফসলি জমি। প্রতিদিনই বিলিন হচ্ছে বসতভিটা, জমি ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে সময় পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ।

 

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের আগে পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা না নেয়ায় ভাঙন তীব্র হচ্ছে। ভাঙন রোধ ও পাড় সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

এদিকে, ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানালেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তিস্তা পাড়ের মানুষ।

 

Print Friendly and PDF