চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ মে, ২০২৪ ৫:০৯ : অপরাহ্ণ

জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, এমন দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই গ্রহণযোগ্যতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। সেখানেই দেন এই নির্দেশনা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন।

’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে এই দিনে দেশে ফেরেন জাতির পিতার কন্যা। এরপর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে। এখন পর্যন্ত পাঁচবার প্রধানমন্ত্রীর চেয়ারে আসীন হয়েছেন তিনি। এরমধ্যে ২০০৯ সাল থেকে টানা চতুর্থ মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব রয়েছেন শেখ হাসিনা।

Print Friendly and PDF